অভিভাবকের অনুমতি পত্র বা সম্মতি পত্র। Parental permission letter or consent letter.
অভিভাবকের অনুমতি পত্র বা অভিভাবকের সম্মতি পত্র দুইটি একই সনদ কখনও কিছু প্রতিষ্ঠান বিভিন্ন ঝুঁকি পুর্ন কাজে বা চাকুরিতে তার পরিবারের সম্মতি আছে কিনা তা লিখিত ভাবে নেওয়ার জন্য এই প্রত্যয়ন পত্র বা সম্মতি পত্র নিয়ে থাকে।
সাধারণত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, এবং ফায়ার সার্ভিস এর চাকুরী করার জন্য এই ধরনের সম্মতি পত্র বা অভিভাবকের অনুমতি পত্র দরকার হয়। এই সম্মতিপত্র একটি নির্দিষ্ট ফরমেটে পাওয়া যায় যা পুরণ করে পিতা/মাতা/ বা বৈধ্য অভিভাবকের স্বাক্ষর নেওয়া হয় এবং পরবর্তীতে এই অভিভাবকের সম্মতি পত্র বা অনুমতি পত্রে সেই অভিভাবকের স্বাক্ষর সত্যায়িত করে সিটি কর্পোরেশেন এর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কাউন্সিলর অথবা ইউপি সদস্যরা।
অভিভাবকের অনুমতি পত্র
আমি এই মর্মে অনুমতি প্রদান করিতেছি যে, মোঃ আবুল হোসাইন সোহাগ, পিতা- মৃতঃ দিল মোহাম্মাদ, মাতা- মোছাঃ বেগম, গ্রামঃ দোরাজপাড়া, পোঃ জাহানাবাদ-৬২২০, উপজেলাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী।
সে আমার ..........................................................................সে সাহসিকতা ও মনোবলে বলিয়ান হেতু বাংলাদেশ............................................................................. বাহিনীতে যোগ দিয়া দেশ রক্ষার কাজে আত্ননিয়োগ করার জন্য আমি সুস্থ মতিষ্কে এবং স্বজ্ঞানে অনুমতি প্রদান করিলাম
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।
স্বাক্ষর- অভিভাবকের স্বাক্ষর-
(মোঃ হযরত আলী)
চেয়ারম্যান
০৬ নং জাহানাবাদ ইউপি
মোহনপুর, রাজশাহী।
সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url