চারিত্রিক সনদ বাংলা ও ইংরেজী। Character certificate Bengali and English.

 চারিত্রিক সনদ কোথায় প্রয়োজন হয়?

 চারিত্রিক সনদ সাধারণত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আনসার ব্যাটেলিয়ন, ফায়ার সার্ভিস এই চাকুরী গুলোতে চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, এবং অভিভাবকের সম্মতিপত্র বাধ্যতামুলক ভাবে লাগে এছাড়াও আরও লাগে নাগরিকত্ব সনদ এই চারটি সনদ যে কোন বাহিনীতে আবেদন করতে বা নিয়োগ এর  জন্য প্রয়োজন হয়।

এছাড়াও শুধু মাত্র চারিত্রিক সনদ এর আরও ব্যবহার রয়েছে । এই সনদ পত্রটি যে কোন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর আবেদন বা নিয়োগ এর সময় জমা দিতে হয়।

চারিত্রিক সনদ কোথায় পাওয়া যায়?

সাধারনত চাকুরী সার্কুলারে উল্লেখ করা থাকে কোথায় থেকে চারিত্রিক সনদ নিতে হবে। যদি সার্কুলারে লেখা না থাকে তাহলে সিটি কর্পোরেশন/ইউনিয়ন পরিষদ/পৌরসভা/কাউন্সিলর এর কার্যালয় থেকে মেয়র/চেয়ারম্যান/কাউন্সিলর এর স্বাক্ষর সম্বলিত চারিত্রিক সনদ নিলেই হবে। 

কিন্ত কিছু ‍কিছু প্রতিষ্ঠান উল্লেখ করে দেয় প্রথম শ্রেনীর গ্রেজেটেড কর্মকর্তা নিকট হতে চারিত্রিক সনদ নিতে হবে সেক্ষেত্রে যে কোন সরকারি কলেজের শিক্ষক অথবা আপনার নিকটস্থ উপজেলায় বিভিন্ন অফিসার যেমন উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, কৃষি অফিসার, মৎস্য অফিসার. সমাজ সেবা অফিসার এছাড়াও আরও যে প্রথম শ্রেনীর কর্মকর্তা আছে তাদের কাছ থেকে অথবা আপনার নিকটস্থ সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমবিবিএস ডাক্তার কাছ হতে স্বাক্ষর নিতে পারেন।


চারিত্রিক সনদ

 

আমি এই মর্মে সনদ প্রদান করিতেছি যে, মোঃ আবুল হোসেন , পিতা- মোঃ কেফাতুল্লাহ,  মাতা- গোলনাহার বেগম,  গ্রাম- তশোপাড়া, ডাকঘর- জাহানাবাদ, থানা/উপজেলা- মোহনপুর, জেলা- রাজশাহী। তিনি ৬ নং জাহানাবাদ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। আমি তাহাকে ব্যাক্তি গত ভাবে চিনি ও জানি। আমার জানামতে তিনি সৎ ও উন্নত চরিত্রের অধিকারী এবং তিনি কোন প্রকার রাষ্ট্রবিরোধী কাজের সহিত জড়িত নাই ইহা সত্য।

 

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।

 

 স্বাক্ষর-


(মোঃ হযরত আলী)
চেয়ারম্যান
৬ নং জাহানাবাদ ইউ.পি
মোহনপুর, রাজশাহী।
 
 
 

 
Character Certificate

I hereby certify that, Md. Abul Hossain, Father- Md. Kefatullah, Mother- Golnahar Begum, Village- Toshopara, Post Office- Jahanabad, Police Station/ Upazila- Mohanpur, District- Rajshahi. He is a permanent resident of Ward No. 03 of Jahanabad Union and a citizen of Bangladesh by birth. I know him personally. As far as I know he is of honest and good character and he is not involved in any anti-state activities.

I wish him all the best and prosperity.


signature-


(Md Hazrat Ali)
Chairman
6 No. Jahanabad U.P
Mohanpur, Rajshahi.


 
 
 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url