এনআইডি কার্ডে বয়স জন্ম তারিখ পরিবর্তন করতে কি কি কাগজ পত্র লাগবে ? What is the process to change age date of birth in NID card ?

যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখের ভুল রয়েছে তারা কি ভাবে সংশোধন এর আবেদন করলে দ্রুত সংশোধন করা যাবে যা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করব..


 

এনআইডি কার্ডে বা জাতীয় পরিচয় পত্রে বয়স সংশোধন এর ক্ষেত্রে কয়েকটি পর্যায় রয়েছে।

১। যাদের জন্ম তারিখ এর শুধুমাত্র দিন বা মাস ভুল

২। যাদের জন্ম তারিখ এর বছর ভুল

৩। যাদের জন্ম তারিখ এর ব্যবধান ১০ বছরের উর্দ্ধে


১। যাদের জন্ম তারিখ এর শুধুমাত্র দিন বা মাস ভুলঃ

যাদের শুধুমাত্র জন্ম তারিখ এর দিন এবং  মাস ভুল তারা শুধুমাত্র জন্মনিবন্ধন, এস, এস,সি বা সমমানের সার্টিফিকেট এর মুল কপি স্ক্যান করে অনলাইনে আবেদন করলে পরিবর্তন করে দিবে তবে এক্ষেত্রে জন্ম নিবন্ধন টি অবশ্যই বাংলা ইংরেজি হতে হবে এবং সার্টিফিকেটর এর জন্ম তারিখ এর  সঙ্গে মিল থাকতে হবে।

২। যাদের জন্ম তারিখ এর বছর ভুলঃ

জন্ম তারিখ এর বছর ভুল এর ক্ষেত্রে ১-৩ বছরের মধ্যে হলে সর্বপ্রথম আপনার জন্ম নিবন্ধনের বয়স  ঠিক আছে কিনা সেটি দেখতে হবে। যদি ঠিক থাকে তাহলে সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন সনদ দিয়েই আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার যত গুলো সার্টিফিকেট আছে সবগুলোর মুল কপি অনলাইনে আবেদন করার সময় স্ক্যান করে দিতে হবে । 

আর যদি জন্ম নিবন্ধন সনদে  জন্ম তারিখ ভুল থাকে তাহলে আপনাকে আগে জন্ম সনদ সংশোধন করে তারপর আবেদন করতে হবে। নাহলে আপনার আবেদন টি বাতিল হয়ে যাবে। ১-৩ বছর পার হয়ে গেলে আপনার বয়স সঠিক প্রমান করার যত গুলো ডকুমেন্ট আছে সে গুলো নিয়ে অনলাইনে আবেদন করার আগে উপজেলা নির্বাচন অফিসার এর সাথে যোগাযোগ করতে হবে তারা সকল কাগজ পত্র যাচাই বাছাই  করে যে ভাবে পরামরর্শ দিবে এবং কিকি কাগজপত্র লাগবে তার একটি চিরকুট দিবে সেই কাগজ পত্র সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে হবে। এবং যাদের সএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা সাপেক্ষে সঠিক বয়স নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।

 

৩। যাদের জন্ম তারিখ এর ব্যবধান ৫-১০ বছরের উর্দ্ধেঃ

যাদের জন্ম তারিখ এর ব্যবধান ৫-১০ বছরের উর্দ্ধে তাদের ক্ষেত্রে উপরের সকল কাগজ পত্র লাগবে এবং সাথে সকল ভাই বোন এর আইডি কার্ডের ফটোকপি, বয়স উল্লেখ সহ ওয়ারিশান সনদপত্র, প্রয়োজনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত হতে কোর্ট এপিডেভিট এর কপি, সঠিক বয়সের পক্ষে সকল দলিল সমুহ,  প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা সাপেক্ষে সঠিক বয়স নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।

 

প্রশ্নঃ আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, আমার কাছে প্রামাণিক কোন দলিল নেই, কিভাবে সংশোধন করা যাবে?

উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে  প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url