জাতীয় পরিচয় পত্রে পিতা-মাতার নাম সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে? NID-Father-Mother_name_change
জাতীয় পরিচয় পত্রে পিতা-মাতার নাম সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে?
1. জাতীয় পরিচয়পত্র হল একটি গুরুত্বপূর্ণ নথি যার জন্য পিতামাতার নাম সংশোধন করার জন্য নির্দিষ্ট কাগজপত্র প্রয়োজন। জাতীয় পরিচয়পত্রে পিতামাতার নামের পরিবর্তন করতে, একজনকে প্রাসঙ্গিক নথি জমা দিতে হবে যেমন জন্ম নিবন্ধন,
ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধনের জন্য প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করে বাবা ও মায়ের নাম সংশোধন করতে পারবেন।
পিতা/মাতার নাম সংশোধন
আপনার জাতীয় পরিচয় পত্র ( NID ) কার্ডে পিতামাতার নামে সাধারণত দুই ধরনের ভুল হয়ে থাকে। একটি হলো পিতা-মাতার আংশিক নামে ভূলএবং আরেকটি হলো সম্পূর্ণ নামে ভুল।উভয় ধরনের ভুল সংশোধনের জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকা লাগে।
তবে সাধারনভাবে পিতা মাতার নামের বানান বা সম্পূর্ণ নাম সংশোধন করতে শিক্ষা সনদ এবং জন্ম সনদ অবশ্যই থাকা লাগে। এগুল ছারাও যে যে ডকুমেন্তস প্রয়োজন হবে তার একটি তালিকা নিম্নে দেয়া হল :-
- পিতা / মাতার জাতীয় পরিচয় পত্র ( NID ) কার্ড
- ভাই, বোনের জাতীয় পরিচয় পত্র ( NID ) কার্ড
- বিবাহের কাবিনামা
- শিক্ষা সার্টিফিকেট
সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url