জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কিভাবে সম্ভব? How is it possible to change the information that is not in the national identity card?

 জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কিভাবে সম্ভব?

How is it possible to change the information that is not in the national identity card but the information has changed?

উত্তরঃ জাতীয় পরিচয়পত্রে প্রদর্শিত নয় এমন তথ্য অনলাইন থেকে সংশোধন করতে পারবেন।


 জাতীয় পরিচয় পত্রে নেই এমন তথ্য বলতে  বর্তমানে যে তথ্যটির প্রয়োজন সব চাইতে বেশি হলো স্বামী বা স্ত্রীর তথ্য  । বিয়ের আগে এনআইডি কার্ড হয়েছে কিন্ত আইডি কার্ডে অবিবাহিত হওয়ার কারনে স্বামী বা স্ত্রীর কোন তথ্য নেই কিন্তু আপনি সেটি অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন । 

আবার যাদের ২য় বিবাহ হয়েছে কিন্ত আইডি কার্ডে পুর্বের স্বামী বা স্ত্রীর তথ্য রয়ে গেছে যদিও স্বামীর তথ্য স্মার্ট এনআইডি কার্ডে দেখা যায়না কিন্ত অনলাইনে কোন কাজ করতে গেলে পুর্বের স্বামীর তথ্য অটোমেটিক চলে আসছে এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব।

উপরোক্ত দুইটি সমস্যার ক্ষেত্রে সমাধান একটাই সেটি হলো আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এ ক্ষেত্রে নির্বাচন অফিসে যাওয়ার কোন প্রয়োজন নেই।

জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন করতে কি কি কাগজ পত্র লাগবে।

১। আপনার জাতীয় পরিচয়পত্র

২। বিবাহের নিকাহ নামা বা কাবিন নামা

৩।  জাতীয় পরিচয়পত্র স্বামী বা স্ত্রীর

৪। বিবাহের প্রত্যয়ন পত্র ( বিশেষ ক্ষেত্রে)

৫। যাদের কোর্টে বিবাহ হয় তাদের ক্ষেত্রে কোর্ট এফিডেভিট এর মুল কপি । এফিডেভিট বা হলফনামা (Affidavit) বলতে আমরা সাধারণত ম্যাজিস্ট্রেটের সম্মুখে হলফ বা শপথপূর্বক লিখিত বিবৃতি প্রদানকে বুঝি।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url