আমি অনেক দিন আগে ভোটার রেজিস্ট্রেশন করেছি কিন্তু আইডি কার্ড গ্রহণ করিনি। এখন কিভাবে আইডি কার্ড পেতে পারি?

I did voter registration long time ago but did not receive ID card at that time. Now how to get ID card? 

আপনি যখন ভোটার হয়েছেন তখন আপনাকে একটি ভোটার স্লিপ দিয়েছিলো সেই ভোটার স্লিপ নিয়ে আপনার  উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে আপনার কার্ড সংগ্রহ করতে পারবেন। যদি সেখানেও না পাওয়া যায় তাহলে অনলাইনে রিইস্যু করার জন্য আবেদন করতে পারবেন।

এই রিইস্যু আবেদন করতে হলে কয়েকটি ধাপ রয়েছে যেমন আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে https://services.nidw.gov.bd/nid-pub এখানে আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে ডাউনলোড করে নিতে পারবেন।


 আর যদি নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে কার্ড ডাউনলোড নাহয় তাহলে আপনাকে রিইস্যু করার জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে আপনাকে হারিয়ে গিয়েছে বলে থানায় জিডি করে জিডির কপি সাবমিট করে অনলাইন থেকে রিইস্যুর আবেদন করবেন।



আবেদন অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইলে 105 থেকে এসএমএস পাঠানো হবে। এরপর অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড এর কপি ডাউনলোড করে ছবি তোলা দোকান থেকে ভাল মানের লেমিনেটিং কাগজ দিয়ে লেমেনেটিং করে ব্যবহার করতে পারবেন।

অনলাইন থেকে যে কার্ডটি ইস্যু করা হবে সেটি পুরাতন ফরমেট পেপার লেমিনেটেড আপনি সঙ্গে সঙ্গে স্মার্ট কার্ড পাবেন না তবে এই কার্ডে আপনার স্মার্ট আইডি নম্বর টি দেওয়া থাকবে। পরবর্তীতে যখন স্মার্ট কার্ড রেডি হবে তখন স্মার্ট কার্ড এর কি অবস্থা সেটাও আপনি আপনার অনলাইন এ্যাকাউন্ট থেকে যাচাই করতে পারবেন যদি লেখা থাকে আপনার স্মার্ট কার্ড রেডি লোকাল অফিসে যোগাযোগ করুন তাহলে আপনি যেই এলাকার ভোটার সেই এলাকার নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে হবে। অযাথা নির্বাচন অফিসে গিয়ে খুজ নিয়ে লাভ নেই ।

 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url